হোম > সারা দেশ > দিনাজপুর

ফুলবাড়ীতে বঙ্গবন্ধু সরকারি কলেজের নাম পরিবর্তন, নতুন নাম ‘চিন্তামন সরকারি কলেজ’

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 

ফুলবাড়ীর বঙ্গবন্ধু সরকারি কলেজের নাম পরিবর্তন। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের ফুলবাড়ীতে বঙ্গবন্ধু সরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। কলেজটির নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ‘চিন্তামন সরকারি কলেজ’। গতকাল বুধবার (২৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউনিয়নের চিন্তামন এলাকায় ১৯৯৮ সালে আওয়ামী শাসনামলে বঙ্গবন্ধু কলেজটি প্রতিষ্ঠিত হয়। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে বঙ্গবন্ধু কলেজটি জাতীয়করণ করা হয়। এর আগে থেকেই এই উপজেলায় আরও একটি সরকারি কলেজ রয়েছে। যা ১৯৬৩ সালে ফুলবাড়ী কলেজ নামে প্রতিষ্ঠা করা হয়। ১৯৮৯ সালে ফুলবাড়ী কলেজকে সরকারি কলেজ হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে ফুলবাড়ীতে দুটি সরকারি কলেজ।

ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নবীউল ইসলাম বলেন, ‘সারা দেশে ফ্যাসিস্ট হাসিনা বিভিন্ন প্রতিষ্ঠানে তার পরিবারের নাম দিয়েছিল। ওইসব প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হচ্ছে। সে অনুযায়ী ফুলবাড়ীতেও নাম পরিবর্তন করায় আমরা খুশি হয়েছি।’

আজ বৃহস্পতিবার দুপুরে পরিবর্তিত নাম চিন্তামন সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. নজিবর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কলেজের নাম পরিবর্তনের চিঠি পেয়েছি। কলেজের পুরোনো সাইনবোর্ড খুলে ফেলা হয়েছে, নতুন করে সাইনবোর্ড বানাতে দেওয়া হয়েছে। এখন থেকে বঙ্গবন্ধু সরকারি কলেজের পরিবর্তে চিন্তামন সরকারি কলেজ নাম ব্যবহার করা হবে।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম বলেন, ‘নাম পরিবর্তনের বিষয়টি আমি জানি না, তবে চিঠি পেলে জানতে পারব।’

চিরিরবন্দরে বাসচাপায় দুই নারী ভ্যানযাত্রী নিহত

ফুলবাড়ীতে যুবদল নেতার বহিষ্কার দাবি

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠক

মেডিকেল ভর্তিতে মানবিক গুণাবলি যাচাই করা হবে: স্বাস্থ্যশিক্ষা মহাপরিচালক

খানসামায় শিল্পকলা একাডেমির অস্থায়ী কার্যালয় উদ্বোধন

বাড়ির পাশের বাগানে মিলল সাবেক ইউপি সদস্যের লাশ

সুগন্ধি ধানে পোকার আক্রমণে দিশেহারা কৃষক, উৎপাদন খরচ নিয়ে শঙ্কা

মা ও শিশুকল্যাণ কেন্দ্র: উদ্বোধনের ৪ বছরেও চালু হয়নি

চোলাই মদ খাওয়ার দায়ে নারীসহ চারজনের কারাদণ্ড

ফুলবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা ঢুকে গেল শপিং কমপ্লেক্সে, আহত ২