হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে দিনব্যাপী উচ্চাঙ্গসংগীত বিষয়ক কর্মশালা

দিনাজপুর প্রতিনিধি

দিনব্যাপী কর্মশালায় মুখ্য আলোচক ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. অসিত রায়। ছবি: আজকের পত্রিকা

তুমি নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুর জেলার নবীন-প্রবীণ সংগীতজ্ঞ ও সংগীত শিক্ষকদের উচ্চাঙ্গসংগীত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খালেকুজ্জামান বাবু, কলেজ পরিচালনা পরিষদের সদস্য অ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্টো, আনিসুল হক জুয়েল, তারিকুজ্জামান তারেক, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসান মাহমুদ, কলেজের সাবেক অধ্যক্ষ জয়নাল আবেদীন ও হীতেন্দ্র নাথ রায়।

দিনব্যাপী কর্মশালায় মুখ্য আলোচক ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. অসিত রায়।

জেলা প্রশাসনের ব্যবস্থাপনায়, জেলা পরিষদের সহযোগিতায় ও দিনাজপুর সংগীত ডিগ্রি কলেজের আয়োজনে কর্মশালায় জেলার প্রধান প্রধান সাংস্কৃতিক সংগঠনের শিল্পী, কলাকুশলী, সংগীত পিপাসু শ্রোতা, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পরিষদের সদস্যসহ দেড় শতাধিক ব্যক্তি অংশ নেন।

চিরিরবন্দরে বাসচাপায় দুই নারী ভ্যানযাত্রী নিহত

ফুলবাড়ীতে যুবদল নেতার বহিষ্কার দাবি

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠক

মেডিকেল ভর্তিতে মানবিক গুণাবলি যাচাই করা হবে: স্বাস্থ্যশিক্ষা মহাপরিচালক

খানসামায় শিল্পকলা একাডেমির অস্থায়ী কার্যালয় উদ্বোধন

বাড়ির পাশের বাগানে মিলল সাবেক ইউপি সদস্যের লাশ

সুগন্ধি ধানে পোকার আক্রমণে দিশেহারা কৃষক, উৎপাদন খরচ নিয়ে শঙ্কা

মা ও শিশুকল্যাণ কেন্দ্র: উদ্বোধনের ৪ বছরেও চালু হয়নি

চোলাই মদ খাওয়ার দায়ে নারীসহ চারজনের কারাদণ্ড

ফুলবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা ঢুকে গেল শপিং কমপ্লেক্সে, আহত ২