হোম > সারা দেশ > দিনাজপুর

বীরগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে তাঁর বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ আনেন ওই কিশোরীর মা। বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম।

এ নিয়ে জানতে চাইলে ওই কিশোরীর মা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মেয়ে প্রতিবন্ধী। সে স্থানীয় একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। স্বামীর কাছে মেয়েকে রেখে আমি নীলফামারী জেলার দারোয়ানি ইপিজেডে কাজ করতে যাই। গত ৪ মে রাতে আমার স্বামীই মেয়েকে ধর্ষণ করেন। পরদিন সকালে আমার মেয়ে ঘটনাটি মোবাইল ফোনে আমার মাকে জানায়। মা বিষয়টি মোবাইল ফোনে জানালে আমি বাড়ি আসি। তখন স্বামী পলাতক ছিলেন। আমি আইনের সহায়তা নিতে চাইলে আমার শ্বশুর বাধা দেন এবং আপসের চেষ্টা করেন।’

ওই কিশোরীর মা আরও বলেন, ‘উপায় না পেয়ে আমার বাবার সহযোগিতা চাই। তাঁরা এসে গতকাল আমাকে ও মেয়েকে থানায় নিয়ে আসেন। এরপর আমি বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করি।’ 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও বীরগঞ্জ থানার এসআই আশরাফুল ইসলাম জানান, ‘মামলার পর গতকাল বিকেলে ওই কিশোরীর বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে রাতেই মামলা হয়। আজ বুধবার সকালে তাঁকে আদালতে হাজির করা হয়েছে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, ‘মেয়েটির মা বাদী হয়ে মামলা করেন। কিশোরীর বাবাকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে