হোম > সারা দেশ > দিনাজপুর

দাফনের ৫ মাস পর যুবকের লাশ উত্তোলন

বিরল (দিনাজপুর) প্রতিনিধি 

আন্দোলনে নিহত আসাদুল হকের লাশ কবর থেকে তোলা হয়, ইনসেটে আসাদুল হক। ছবি: আজকের পত্রিকা

জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে গুলিতে নিহত আসাদুল হক বাবুর (২৪) মরদেহ দাফনের পাঁচ মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ সোমবার (২০ জানুয়ারি) দুপুরে বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের পাকুড়া কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয়।

পরে মরদেহটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়। মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতেহাক আহমেদ, ঢাকা সিআইডির ইন্সপেক্টর ইরফান আলী, বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর প্রমুখ।

সিআইডি ইন্সপেক্টর ইরফান আলী জানান, আসাদুলের মৃত্যুর পর ময়নাতদন্ত ছাড়াই তাঁকে দাফন করা হয়েছিল। আদালতের নির্দেশে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে যোগ দিতে বের হওয়ার পথে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তার কাছে গুলিবিদ্ধ হয়ে মারা যান আসাদুল। তাঁর বাবা জয়নাল আবেদীন এ ঘটনায় বাদী হয়ে ঢাকা মহানগর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন। পরে ওই মামলার দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে। মামলার পরিপ্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য মরদেহ কবর থেকে তোলা হয়। দিনাজপুর জেলার মোট ৮ জন বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত হয়েছেন।

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা