হোম > সারা দেশ > দিনাজপুর

দাফনের ৫ মাস পর যুবকের লাশ উত্তোলন

বিরল (দিনাজপুর) প্রতিনিধি 

আন্দোলনে নিহত আসাদুল হকের লাশ কবর থেকে তোলা হয়, ইনসেটে আসাদুল হক। ছবি: আজকের পত্রিকা

জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে গুলিতে নিহত আসাদুল হক বাবুর (২৪) মরদেহ দাফনের পাঁচ মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ সোমবার (২০ জানুয়ারি) দুপুরে বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের পাকুড়া কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয়।

পরে মরদেহটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়। মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতেহাক আহমেদ, ঢাকা সিআইডির ইন্সপেক্টর ইরফান আলী, বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর প্রমুখ।

সিআইডি ইন্সপেক্টর ইরফান আলী জানান, আসাদুলের মৃত্যুর পর ময়নাতদন্ত ছাড়াই তাঁকে দাফন করা হয়েছিল। আদালতের নির্দেশে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে যোগ দিতে বের হওয়ার পথে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তার কাছে গুলিবিদ্ধ হয়ে মারা যান আসাদুল। তাঁর বাবা জয়নাল আবেদীন এ ঘটনায় বাদী হয়ে ঢাকা মহানগর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন। পরে ওই মামলার দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে। মামলার পরিপ্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য মরদেহ কবর থেকে তোলা হয়। দিনাজপুর জেলার মোট ৮ জন বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত হয়েছেন।

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক

চিরিরবন্দরে বাসচাপায় দুই নারী ভ্যানযাত্রী নিহত

ফুলবাড়ীতে যুবদল নেতার বহিষ্কার দাবি

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠক

মেডিকেল ভর্তিতে মানবিক গুণাবলি যাচাই করা হবে: স্বাস্থ্যশিক্ষা মহাপরিচালক

খানসামায় শিল্পকলা একাডেমির অস্থায়ী কার্যালয় উদ্বোধন

বাড়ির পাশের বাগানে মিলল সাবেক ইউপি সদস্যের লাশ

সুগন্ধি ধানে পোকার আক্রমণে দিশেহারা কৃষক, উৎপাদন খরচ নিয়ে শঙ্কা

মা ও শিশুকল্যাণ কেন্দ্র: উদ্বোধনের ৪ বছরেও চালু হয়নি

চোলাই মদ খাওয়ার দায়ে নারীসহ চারজনের কারাদণ্ড