হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

প্রতিনিধি, বিরামপুর (দিনাজপুর)

দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে চলন্ত মোটরসাইকেলে ঢাকাগামী হানিফ পরিবহনের ধাক্কায় মাহাবুর রহমান (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের জয়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহাবুর রহমান বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রেজাউল করিম এর ছেলে। নিহত ব্যক্তি ‘টোটাল এগ্রো সায়েন্স’ নামের একটি ওষুধ কোম্পানির বিরামপুর বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী তরিকুল ইসলাম জানান, সকালে নিজ মোটরসাইকেল নিয়ে ওষুধ কোম্পানির কাজে ফুলবাড়ীতে যাচ্ছিলেন মাহাবুর রহমান। জয়নগর এলাকায় পৌঁছালে দিনাজপুর থেকে ঢাকাগামী হানিফ পরিবহন তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. আল-মাহমুদ শোভন বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মাহাবুর রহমান নামের এক ব্যক্তি চিকিৎসা নিতে আসে। আহত ব্যক্তির মাথা, বুক ও পায়ে আঘাত লেগেছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে