হোম > সারা দেশ > দিনাজপুর

ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

মৃতের বাড়িতে স্থানীয়দের ভিড়। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নয়ন রায় (২০) নামের মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন তিনি। আজ শুক্রবার সকালে ফুলবাড়ী রেলস্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে রেলওয়ে ২০ নম্বর ব্রিজ এলাকার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

মৃত নয়ন রায় উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর (মালিপাড়া) গ্রামের বৈসাগু রায়ের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে নয়ন রায় বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। সন্ধ্যার পর থেকে তাকে খোঁজাখুঁজি শুরু করে পরিবার। অনেককে মোবাইল নম্বর দিয়ে খোঁজ রাখতে বলা হয়। শুক্রবার সকালে এক ব্যক্তি ফোন করে তার বাবাকে জানান, রেললাইনের পাশে এক যুবকের কাটা মরদেহ পড়ে আছে। পরে পরিবারের সদস্যরা গিয়ে লাশ শনাক্ত করেন এবং বাড়িতে নিয়ে আসেন।

দাদপুর গ্রামের সাবেক ইউপি সদস্য শক্তি রানী জানান, নেশাগ্রস্ত হওয়ার পর থেকেই নয়নের মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। সে প্রায় সময় বাবা-মাকে মারধর করত। একপর্যায়ে পরিবারের অভিযোগে তাকে জেলে পাঠানো হয়। এরপর তাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র এবং পরে পাবনা মানসিক হাসপাতালেও চিকিৎসার জন্য পাঠানো হয়। সম্প্রতি তার মানসিক অবস্থা আবারও খারাপ যাচ্ছিল। বৃহস্পতিবার বাড়ি থেকে বের হয়ে গেলে আর ফেরেনি। পরদিন সকালে রেললাইনের পাশে তার মরদেহ পাওয়া যায়।

পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পর মৃতের বাড়িতে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

চিরিরবন্দরে বাসচাপায় দুই নারী ভ্যানযাত্রী নিহত

ফুলবাড়ীতে যুবদল নেতার বহিষ্কার দাবি

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠক

মেডিকেল ভর্তিতে মানবিক গুণাবলি যাচাই করা হবে: স্বাস্থ্যশিক্ষা মহাপরিচালক

খানসামায় শিল্পকলা একাডেমির অস্থায়ী কার্যালয় উদ্বোধন

বাড়ির পাশের বাগানে মিলল সাবেক ইউপি সদস্যের লাশ

সুগন্ধি ধানে পোকার আক্রমণে দিশেহারা কৃষক, উৎপাদন খরচ নিয়ে শঙ্কা

মা ও শিশুকল্যাণ কেন্দ্র: উদ্বোধনের ৪ বছরেও চালু হয়নি

চোলাই মদ খাওয়ার দায়ে নারীসহ চারজনের কারাদণ্ড

ফুলবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা ঢুকে গেল শপিং কমপ্লেক্সে, আহত ২