হোম > সারা দেশ > দিনাজপুর

বালুবাহী ডাম্প ট্রাক চলাচল নিয়ে দুপক্ষের বিরোধে সড়ক অবরোধ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি 

জিয়া সেতুতে ডাম্প ট্রাক চলাচল নিয়ে দুই পক্ষের বিরোধে সড়ক অবরোধ করা হয়। এতে যানবাহন আটকে ভোগান্তিতে পড়েন সড়কে চলাচলকারীরা। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের খানসামা উপজেলার জিয়া সেতুতে ডাম্প ট্রাক চলাচল নিয়ে দুই পক্ষের বিরোধে সড়ক অবরোধ করা হয়েছে। আজ শনিবার বেলা ১টা ৩০ মিনিটের দিকে অবরোধ করা হয়।

এতে চরম ভোগান্তিতে পড়েন সড়ক দিয়ে চলাচলকারী ও এলাকাবাসীরা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে বেলা ৩টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।

এর আগে শুক্রবার সন্ধ্যায় খানসামা জিয়া সেতু পূর্ব পাড়ে ১০ চাকার ডাম্প ট্রাক ড্রাইভারদের নিরুৎসাহিত করে ব্যানার টাঙিয়ে দেন স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা। তাদের দাবি, ঝুঁকিপূর্ণ এই সেতুতে যেন এসব যান চলাচল না করে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে খানসামা থেকে বীরগঞ্জগামী আঞ্চলিক মহাসড়কে বাঁশ দিয়ে সড়ক অবরোধ করে বীরগঞ্জের কাশিপুর বালুঘাটের সঙ্গে সম্পৃক্ত বালু ব্যবসায়ী ও শ্রমিকেরা। ঘণ্টাখানেক অবরোধে সড়কের দুই পাশে এক কিলোমিটার রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও পণ্য পরিবহন করা যানের চালকেরা দীর্ঘসময় অপেক্ষায় থেকে ক্ষোভ প্রকাশ করেন। পরে সমস্যা সমাধানে প্রশাসনের আশ্বাসে চলাচল স্বাভাবিক হয়।

জামাল উদ্দিন নামে এক বৃদ্ধ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রোগী নিয়ে দিনাজপুর যাব, অপারেশন হবে, কিন্তু এখানে এসে দেখি রাস্তা বন্ধ। এটা কোনো কথা, কিছু হলেই রাস্তা অবরোধ। তাহলে সাধারণ মানুষের দুর্ভোগ দেখবে কে?’

সড়ক অবরোধ করায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ছবি: আজকের পত্রিকা

জানতে চাইলে বীরগঞ্জের মোহনপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফেরদৌস ইসলাম বলেন, ‘নিয়মবহির্ভূতভাবে জিয়া সেতু দিয়ে আমাদের কাশিপুর ঘাটের বালুবাহী ডাম্প ট্রাক চলাচলে বাধা দিচ্ছে একটি পক্ষ। সরকারি নিয়ম মেনে ইজারা নেওয়া ঘাট থেকে যদি আমরা বালু বহন করতে না পারি, তাহলে তো আমাদের লোকসান হবে। প্রশাসনের মাধ্যমে আমরা সুষ্ঠু সমাধান চাই।’

অপরদিকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বলেন, ‘২০০৪ সালে বিএনপি সরকারের আমলে নির্মিত জিয়া সেতু উদ্বোধন করা হয়। এরপর থেকে এটির কোনো সংস্কার করা হয়নি। এদিকে বালুখেকোরা নিয়মের তোয়াক্কা না করেই অবৈধ ১০ চাকার ডাম্প ট্রাক এই সেতুতে পারাপার করান। এই বালু সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।’

এ বিষয়ে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি অবগত হয়েছি। দ্রুত সময়ে সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক