হোম > সারা দেশ > দিনাজপুর

অতিরিক্ত মদপানের পর পুকুরে পড়ে যুবকের মৃত্যু

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

দিনাজপুরের বীরগঞ্জে অতিরিক্ত মদপানের পর পুকুরের পানিতে পড়ে তায়েজ মার্ডি (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সুজালপুর ইউনিয়নের রণগাঁও পল্লি এলাকার মোবারক মাস্টারের পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মরদেহ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর। তিনি বলেন, সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তায়েজ মার্ডি সুজালপুর ইউনিয়নের রণগাঁও গ্রামের মাতী মূর্মুর ছেলে। গতকাল খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে তায়েজ অতিরিক্ত দেশি মদ পান করেন। পরে পুকুরের পাড় দিয়ে বাড়ি ফেরার পথে পানিতে পড়ে তিনি মারা যান।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি আব্দুল গফুর জানান, দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন তায়েজ মার্ডি। তিনি গতকাল রাতে অতিরিক্ত মদপান করে পুকুরে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর পরিবারের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু করা হয়েছে।

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক