দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। গতকাল বুধবার এ ঘটনায় প্রেমিক মিজানুর রহমানসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন চিরিরবন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রশিদ। গ্রেপ্তাররা হলেন মিজানুর রহমান (২৮), দিলীপ রায় (২৩), সোহেল রানা (২৫), নুর আলম (২২)।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, মঙ্গলবার রাতে ওই নারী মাহফিল শোনার জন্য যায়। সেখানে প্রেমিক মিজানুর রহমান ওই নারীকে পাশের একটি বাঁশ ঝাড়ে ডেকে নেন। সেখানে আগে থেকে থাকা তাঁর তিন বন্ধুসহ সংঘবদ্ধ ধর্ষণ করেন। ঘটনার পরদিন থানায় মামলা করা হয়।
ওসি বজলুর রশিদ জানান, অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগীকে পরীক্ষার জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।