হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে আগুনে পুড়ল তিন পরিবারের সর্বস্ব

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দরের পল্লিতে আগুনে তিনটি বাড়ি পুড়ে সব ছাই হয়ে গেছে। বর্তমানে ওই তিন পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছেন। এ ঘটনাটি গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আবদুলপুর ইউনিয়নের দক্ষিণ সুকদেবপুর গ্রামের ফকিরপাড়ায় ঘটেছে। আগুন লাগার ফলে মানুষ ঘর থেকে বের হতে পারলেও ঘরে থাকা টাকাপয়সা, আসবাবসহ গরু, ছাগল, হাঁস, মুরগি পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়ির সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। আমার উপার্জনের একমাত্র ব্যাটারিচালিত ভ্যানটিও পুড়ে ছাই হয়েছে। বাড়ির গরু, ছাগল, জমানো ১৮ হাজার টাকাসহ পরনের একমাত্র কাপড়টি বাদে সব পুড়ে ছাই হয়ে গেছে।’

অপর এক বাড়ির মালিক শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ঘুমিয়ে ছিলাম। পাশের বাড়িতে আগুন লাগার কারণে ওদের চিৎকার চেঁচামেচিতে ঘর থেকে বের হয়ে দেখি আমাদের ঘরের টিনেও দাউ দাউ করে আগুন জ্বলছে। সমিতির ৭০ হাজার টাকাসহ সব আসবাব পুড়ে ছাই হয়ে গেছে।’

এ ঘটনায় স্থানীয় চিরিরবন্দর টেকনিক্যাল এ বি এম কলেজের অধ্যক্ষ ও চিরিরবন্দর আইডিয়াল স্কুলের পরিচালক মমিনুল ইসলাম মমিন তাঁদের টাকা ও কাপড় কিনে দিয়েছে। উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেছে।

চিরিরবন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাহবুব আলম জানান, আগুনের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে তিনটি বসতবাড়ির গরু, ছাগল, হাঁস, মুরগিসহ সবকিছু পুড়ে গেছে। আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খালিদ হাসান আজকের পত্রিকাকে জানান, ইতিমধ্যে ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে দ্রুততম সময়ের মধ্যেই নগদ অর্থসহ সরকারি সহায়তা দেখা হবে।

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা