হোম > সারা দেশ > দিনাজপুর

নবাবগঞ্জের সেই মোর্শেদার বাড়ি পরিদর্শন করল আন্তর্জাতিক সাহায্য সংস্থা

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

সংবাদ প্রকাশের পর দিনাজপুরের নবাবগঞ্জে ভুক্তভোগী মোর্শেদা বেগমের ভাঙচুর করা বাড়ি পরিদর্শন করেছেন আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ। আজ সোমবার সকাল ১০টায় উপজেলার ৯ নম্বর কুশদহ ইউনিয়নের বিন্নাগাড়ি গ্রামের ওই বাড়ি পরিদর্শন করে তাঁরা। 

এ সময় সংস্থাটির প্রধান কার্যালয়ের সহকারী প্রোগ্রামার সুমি সাহা উপস্থিত ছিলেন। এ সময় তিনি ওই পরিবারের খোঁজ খবর নেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। 

এর আগে গত ১২ মে রাতে প্রতিপক্ষরা হামলা করে মোর্শেদা বেগমের বাড়ি ভাঙচুর করে। পরে জরুরি সেবা ৯৯৯ এ কল করে পুলিশের সাহায্য নিয়ে আত্মরক্ষা করেন তিনি। এ বিষয়ে গত ১৫ মে আজকের পত্রিকার অনলাইনে ‘৯৯৯-এ কল করে হামলা থেকে রক্ষা পেল ভুক্তভোগী, অভিযোগ দায়ের’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। সেই সংবাদ প্রকাশ হওয়ায় খোঁজ খবর নেয় সংস্থাটি। 

ভুক্তভোগী মোর্শেদা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রতিপক্ষরা আমাকে উচ্ছেদ করার চেষ্টা করেছে। ৯৯৯ কল দিয়ে পুলিশের সাহায্যে সে যাত্রায় বেঁচে গেছি। ইসলামিক রিলিফ অফিস থেকে আপা এসেছে। আমার খোঁজ খবর নিছে, সেদিনের ঘটনার কথাও শুনল।’ 

ইসলামিক রিলিফ বাংলাদেশের সহকারী প্রোগ্রামার সুমি সাহা আজকের পত্রিকাকে বলেন, মোর্শেদা বেগম ইসলামিক রিলিফ বাংলাদেশের একজন সুবিধাভোগী। প্রতিপক্ষের হামলায় তাঁর বাড়ি ভাঙচুর করা হয়েছে। বর্তমানে ভাঙা ও জীর্ণ বাড়িতে বসবাস করে আসছেন তিনি। অফিসের নির্দেশনা অনুযায়ী আজকে ওনার খোঁজ খবর নেওয়া হয়েছে। ওনার বিষয়ে ঢাকাসহ ইউকে অফিসে প্রতিবেদন দেওয়া হবে। 

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক