হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরের কাহারোলে মধ্যরাতে ধানবোঝাই ট্রাকে আগুন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের কাহারোলে মধ্যরাতে ধানবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত দেড়টার দিকে উপজেলার কাহারোল-বীরগঞ্জ আঞ্চলিক সড়কের মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে। তাতে ট্রাকের ইঞ্জিনসহ ৩০ বস্তা ধান পুড়ে গেছে।

ট্রাকচালকের সহকারী ইমরান হোসেন (২৪) বলেন, পঞ্চগড়ের হাঁড়িভাসা এলাকায় ধান লোড করে সন্ধ্যার পর রওনা করি। রাত দেড়টার দিকে মোহাম্মদপুর প্রাইমারি স্কুলের সামনে চারটি মোটরসাইকেলে ছয় ব্যক্তি গাড়ির গতিরোধ করে। প্রথমে গাড়ির সামনের গ্লাসে ইট ছোড়েন। এ সময় চালক লিটন মিয়া (৩৮) গাড়ি থেকে নামলে ধাক্কাধাক্কি করতে থাকেন। একপর্যায়ে গাড়িতে আগুন জ্বলে ওঠে। তাতে ৩০-৪০টার মতো ধানের বস্তা পুড়ে গেছে।

গাড়িচালক লিটন মিয়া বলেন, দুর্বৃত্তরা ছয়জন ছিল। প্রত্যেকের মাথায় হেলমেট ছিল। বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকেও ট্রাকে জ্বলতে থাকা আগুনে ফেলে দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা।

এ বিষয়ে জানতে চাইলে কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রাকে আগুন দেওয়ার খবর পেয়ে সেখানে যাই। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রাকটি এখন পুলিশি হেফাজতে কাহারোল থানায় রয়েছে। এ বিষয়ে একটি মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার চেষ্টা চলছে।’

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে