প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের আমেজ। উত্তরের জেলা দিনাজপুরের ফুলবাড়ীতে এখনই বেশ শীত অনুভূত হচ্ছে। শীতের শুরুতেই রাস্তার মোড়ে মোড়ে জমে উঠেছে পিঠার দোকানগুলো। এসব পিঠার দোকানে ভিড় করছেন পিঠাপ্রেমী নানা বয়সী মানুষ। দোকানিরাও পার করছেন ব্যস্ত সময়।
সরেজমিনে দেখা যায়, দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের কাঁটাবাড়ি, বাংলা স্কুলের মোড়, রেল স্টেশন, নিমতলা মোড়ে রিকশাভ্যানে ভ্রাম্যমাণ পিঠার দোকানগুলোতে সন্ধ্যার পর থেকেই ভিড় করছেন তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষ। অনেকেই আবার এসব পিঠা বাড়িতে নিয়ে যাচ্ছেন। পিঠার দোকানে কয়েকজনের সঙ্গে কথা হয়। তারা জানান, বাড়িতে এত সব পিঠা তৈরি করার ঝামেলা এড়াতেই দোকানের পিঠা খাচ্ছেন এবং বাড়িতেও নিয়ে যাচ্ছেন। গ্রামীণ ঐতিহ্যের অনেক কিছুই এখন বিলুপ্তির পথে কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্র আছে যা বাঙালিরা কখনো বিলুপ্তি হতে দেয়নি। তারই একটি অংশ হলো শীতের এই পিঠা।