হোম > সারা দেশ > দিনাজপুর

হাসপাতাল থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে ডা. রোকেয়া খাতুন ডেইজি (২৭) নামে এক নারী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মামলার পর ওই চিকিৎসকের স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার দলারদরগা কে এইচ এম মেমোরিয়াল হাসপাতালের দ্বিতীয় তলার আবাসিক কক্ষে এ ঘটনা ঘটে। 

মৃত রোকেয়া ডেইজি পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার উত্তর কৃষ্ণপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। নয় মাস আগে পাঁচবিবি উপজেলার বালিঘাটা গ্রামের চিকিৎসক মো. আরিফ হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। কে এইচ এম মেমোরিয়াল হাসপাতালে গাইনি চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন তিনি। 

হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মেজবাহুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, দুপুরে হাসপাতালের চিকিৎসক ডা. রোকেয়া ও তাঁর স্বামীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। পরে দুজনে আলাদা আলাদা কক্ষে বিশ্রামে যায়। বেলা আড়াইটার দিকে নিজ কক্ষ থেকে চিকিৎসক রোকেয়া খাতুন ডেইজির ফ্যানে গামছা প্যাঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

থানার তদন্ত কর্মকর্তা এসআই আক্তারুজ্জামান জানান, ওই হাসপাতালের আবাসিক কক্ষ থেকে গামছা প্যাঁচানো নারী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই দিনই নারী চিকিৎসকের বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে স্বামী আরিফ হোসেন, শাশুড়ি ও ননদকে আসামি করে একটি আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা করেন। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, মামলার প্রেক্ষিতে নারী চিকিৎসকের স্বামী আরিফ হোসেনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। 

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক

চিরিরবন্দরে বাসচাপায় দুই নারী ভ্যানযাত্রী নিহত