হোম > সারা দেশ > দিনাজপুর

ফুলবাড়ীতে পরিত্যক্ত খাল থেকে উদ্ধার লাশের পরিচয় মিলেছে

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের পোস্ট অফিসের পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার করা লাশের পরিচয় মিলেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীদের সহযোগিতায় তাঁর পরিচয় পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। 

ওই নারীর নাম সন্ধ্যা রানী (৪২)। তিনি ঘোড়াঘাট উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়নের রাণীগঞ্জ নূরপুর গ্রামের মৃত অনিল চন্দ্র রায়ের স্ত্রী তিনি। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিন দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। 

এর আগে আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে ফুলবাড়ী পৌর শহরের পোস্ট অফিসের পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। 

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ছবি দেখে রেলস্টেশন এলাকার স্থানীয়রা জানিয়েছেন, ওই নারীকে তারা স্টেশন এলাকায় ঘুরতে দেখেছে, তাঁদের কাছে তাঁর পরিচয় বলছিলেন। সে সূত্র ধরে ঘোড়াঘাট থানার সহযোগিতায় তাঁর পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি একজন মানসিক ভারসাম্যহীন নারী। তিন দিন ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। 

সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান