হোম > সারা দেশ > দিনাজপুর

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে টিকা নিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় হুমায়ুন কবীর (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত হুমায়ুন কবীর উপজেলার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও ভাদুরিয়া ইউপির শিবরাম পুর গ্রামের মো. শরিফুল ইসলামের ছেলে। 

আজ সোমবার সকালে উপজেলা মুরাদপুর নাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশা যোগে টিকা নিতে যাচ্ছিল সে। তাদের অটোরিকশাটি মুরাদপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা বালু বোঝাই একটি ট্রলি ধাক্কা দেয়। এতে হুমায়ূন কবীর গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় হুমায়ূন কবীরকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহজাহান আলী জানান, ওই শিক্ষার্থী বুকের ডান দিকে ও পেটে গুরুতর জখম ছিল। 

নবাবগঞ্জ থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, নিহত হুমায়ুন টিকা নিতে অন্যান্য শিক্ষার্থীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছিল বলে জেনেছি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা