হোম > সারা দেশ > দিনাজপুর

২০২২ সালে ছাত্রলীগের ৩ জনকে হত্যা, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

দিনাজপুরের নবাবগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মীকে হত্যার ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার মিরপুর এলাকার একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওয়াদুদ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউর রহমান (মানিক), সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, সহসাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রুবেল হোসেন।

পুলিশ জানায়, ২০২২ সালের ৩০ মার্চ নবাবগঞ্জ উপজেলার বারুনী মেলা থেকে মোটরসাইকেলে ফেরার পথে ছাত্রলীগ সাবেক নেতা কিবরিয়া ইসলাম, কর্মী রিমন ইসলাম ও সাব্বির রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। নদীতে বালু উত্তোলনের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে অভিযোগ।

এই ঘটনায় নিহত রিমন ইসলামের বাবা রবিউল ইসলাম চলতি বছরের ২৬ আগস্ট নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক সংসদ সদস্য (দিনাজপুর-৬) শিবলী সাদিকসহ ৬৪ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

হত্যা মামলার পর ৭ নভেম্বর দিনাজপুরের নবাবগঞ্জে দাফনের আড়াই বছর পর ছাত্রলীগের ওই তিনজনের লাশ কবর থেকে তোলা করা হয়। এর আগে, ২০২২ সালের ৩০ মার্চ রাতে তিন বন্ধু কিবরিয়া, লিমন ও সাব্বিরের লাশ সড়ক থেকে উদ্ধার করে পুলিশ। এ সময় তাঁদের বহনকারী মোটরসাইকেল দুমড়ে মুচড়ে অবস্থায় পাওয়া যায়। সে সময় ঘটনাটি দুর্ঘটনা হিসেবে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওয়াদুদ আজকের পত্রিকাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা সবাই এজাহারনামীয় আসামি।

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক

চিরিরবন্দরে বাসচাপায় দুই নারী ভ্যানযাত্রী নিহত

ফুলবাড়ীতে যুবদল নেতার বহিষ্কার দাবি

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠক