হোম > সারা দেশ > দিনাজপুর

বিরলে বিজিবি–বিএসএফ সেক্টর কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

বিরল (দিনাজপুর) প্রতিনিধি 

বিরলে বিজিবি–বিএসএফ সেক্টর কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের বিরলে বিজিবি ও বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভান্ডারা ইউনিয়নের কিশোরীগঞ্জ সীমান্তের দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) বিরল আইসিপিতে এ সাক্ষাৎ হয়।

এ সময় বিএসএফের প্রতিনিধিদল বিরল আইসিপিতে উপস্থিত হলে বিজিবি সেক্টর কমান্ডাররা এবং ব্যাটালিয়ন অধিনায়কেরা তাঁদের অভ্যর্থনা জানান। এ ছাড়া বিজিবির একটি দল সেক্টর কমান্ডার কিষানগঞ্জ সেক্টরকে গার্ড অব অনার প্রদান করে।

বিজিবির পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে বিজিবির ১৪ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন–বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক এবং বিএসএফের ১৪ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন–বিএসএফ কিষানগঞ্জ সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী ইশ আউল।

জানা গেছে, সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির জন্য এ সাক্ষাৎ হয়। এ সময় সীমান্ত হত্যা, মাদক চোরাচালান শূন্যের কোটায় নামিয়ে আনাসহ অবৈধ সীমান্ত পারাপার, তারকাঁটার বেড়া কর্তন বন্ধ, উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে বজায় রাখা, নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সীমান্ত অপরাধ কমিয়ে আনার ব্যাপারে উভয় পক্ষই একযোগে কাজ করার ব্যাপারে দৃঢ আশাবাদ ব্যক্ত করে।

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে