সাবেক গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, ‘শেখ হাসিনার সুপরিকল্পনায় সমাজের ঝরে পড়া শিশুদের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। এসব শিশুরা সুশিক্ষা পেলে দেশ ও সমাজের কল্যাণে এগিয়ে আসবে। সমান তালে অবদান রাখবে।’ আজ রোববার দিনাজপুরের ফুলবাড়ীতে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক আলী নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রত্যাশা বাংলাদেশের জেলা প্রোগ্রাম ম্যানেজার কামরুন্নাহার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান শাহ কামরু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী, প্রত্যাশা বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহারিয়ার কবির প্রমুখ।
অনুষ্ঠানের শেষে ঝরে পড়া শিশুদের হাতে নতুন বই তুলে দেন সাবেক গণশিক্ষা মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান ফিজার।
উল্লেখ্য, জেলার ১৩টি উপজেলার মধ্যে ৯টি উপজেলায় এ কার্যক্রম শুরু করা হয়েছে। এর মধ্যে ফুলবাড়ী উপজেলার ৭৩টি বিদ্যালয়ে ২ হাজার ২০৮ জন ঝরে পড়া শিক্ষার্থীর মাঝে এ শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে।