হোম > সারা দেশ > দিনাজপুর

স্ত্রীর গায়ে গরম ডালের পানি নিক্ষেপ, স্বামী গ্রেপ্তার

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় স্ত্রীর গায়ে গরম ডালের পানি নিক্ষেপের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল সোমবার দুপুরে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। 

অভিযুক্ত স্বামী ইসাহাক আলী (৪৬) বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। 

জানা যায়, গতকাল সোমবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে শারীরিক নির্যাতনের পর গরম ডালের পানি দিয়ে স্ত্রীর শরীরের বিভিন্ন অঙ্গ ঝলসে দেন ইসাহাক। এ সময় ভিকটিমের আর্তচিৎকারে প্রতিবেশীরা উদ্ধারের জন্য এগিয়ে এলে ইসাহাক আলী পালিয়ে যান। প্রতিবেশীরা আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে প্রথমে বিরামপুর হাসপাতালে এবং পরে দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজে ভর্তি করেন। বর্তমানে ভুক্তভোগী ওই নারী দিনাজপুরের এম রহিম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। 

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বিরামপুর থানায় ইসাহাক আলী, তাঁর বাবা আব্দুল জব্বার (৭০) এবং মা আসমা বেগমকে (৬০) আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে দাহ্য পদার্থ দিয়ে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। 

থানায় মামলার পরিপ্রেক্ষিতে বিরামপুর থানার পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ইসাহাক আলীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। 

ওসি আরও জানান, অভিযুক্ত ইসাহাক আলী গরম ডালের পানি দিয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে। এতে ভুক্তভোগীর শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। 

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা