হোম > সারা দেশ > দিনাজপুর

এক দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের স্টিম পাইপ ফেটে বন্ধ হয়ে যাওয়া তৃতীয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় ইউনিটটি মেরামতের পর চালু করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তাপবিদ্যুৎকেন্দ্রর প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক। এর আগে শনিবার স্টিম পাইপ ফেটে গেলে ওই ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে একটি ইউনিট ওভারহোলিংয়ে রেখে বাকি দুটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন চলছিল। শনিবার স্টিম পাইপ ফেটে গেলে ওই ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়। গতকাল সন্ধ্যায় তৃতীয় ইউনিটটি মেরামত করে পুনরায় চালু করা হয়। এখান থেকে বর্তমানে ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে তা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

তাপবিদ্যুৎকেন্দ্রর প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সন্ধ্যায় মেরামত শেষে তৃতীয় ইউনিট থেকে উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে তাপবিদ্যুৎকেন্দ্রে সচল দুটি ইউনিট চালতে প্রতিদিন ৩ হাজার ৩০০ টন কয়লার প্রয়োজন হচ্ছে।

প্রধান প্রকৌশলী আরও বলেন, সচল দুটি ইউনিটের মধ্যে তৃতীয় ইউনিট থেকে প্রতিদিন ২৭৫ মেগাওয়াট এবং ১ নম্বর ইউনিট থেকে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে তা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা