হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে গোর এ শহীদ ঈদগাহের মুসল্লিদের জন্য দুটি বিশেষ ট্রেন

দিনাজপুর প্রতিনিধি

ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরে গোর এ শহীদ বড় ময়দান ঈদগাহ মাঠ পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। আজ শনিবার তিনি মাঠটি পরিদর্শন করেন। 

এ সময় তিনি বলেন, ‘জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় মুসল্লিরা যাতে সুষ্ঠুভাবে ঈদের নামাজ আদায় করতে পারেন, সে জন্য আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।’ 

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হুইপ বলেন, ‘এই সর্ববৃহৎ ঈদের নামাজ আদায়ের জন্য তিনি (প্রধানমন্ত্রী) দুটি স্পেশাল ট্রেন চালুর নির্দেশ দিয়েছেন। পঞ্চগড় থেকে দিনাজপুর এবং পার্বতীপুর থেকে দিনাজপুর। মুসল্লিদের আনা নেওয়ার কাজে ব্যবহার করা হবে এই ট্রেন।

‘মুসল্লিদের নামাজে যেন কষ্ট না হয়, এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা ও মুসল্লিদের নিরাপত্তায়। এ ব্যাপারে পুলিশ সুপারের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা সার্বক্ষণিকভাবে মনিটরিং করে সর্বাধিক প্রস্তুতি গ্রহণ করেছে।’ 

ইকবালুর রহিম আরও বলেন, ‘আমরা আশা করি, ঈদুল ফিতরের মতো এবারের সুন্দর ও সুষ্ঠুভাবে নামাজ আদায় করতে পারব।’ 

মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব আলী দুলাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্ট প্রমুখ।

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা