হোম > সারা দেশ > দিনাজপুর

দীর্ঘ ২০ বছর পর স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার 

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দীর্ঘ ২০ বছর পলাতক থাকার পর দিনাজপুরের ফুলবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি স্বামী মো. আনোয়ার হোসেনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়। আজ শুক্রবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

এর আগে বুধবার ঢাকার ভাটরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া মো. আনোয়ার হোসেন (৫৫) ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর ফকিরপাড়া গ্রামের জসিম উদ্দীনের ছেলে। অন্যদিকে হত্যার শিকার স্ত্রী আলতাফুন নেছা (২৫) মাদিলাহাট এলাকার আফছার উদ্দিনের মেয়ে। 

ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম জানান, ২০০০ সালের ১০ জানুয়ারি ফুলবাড়ী উপজেলার উত্তর সুজাপুর গ্রামের একটি ভাড়া বাড়িতে পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় নিহত আলতাফুন নেছার বাবা মো. আফছার উদ্দিন বাদী হয়ে সেই সময় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই হত্যাকাণ্ডের মামলার রায়ে স্বামী আনোয়ার হোসেনকে যাবজ্জীবন সাজা প্রদান করেন আদালত। ঘটনার পর থেকে প্রায় দীর্ঘ ২০ বছর ধরে আনোয়ার হোসেন পলাতক ছিলেন। অবশেষে অনুসন্ধান চালিয়ে ঢাকার ভাটরা থানার পুলিশের সহায়তায় ফুলবাড়ী থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ