দীর্ঘ ২০ বছর পলাতক থাকার পর দিনাজপুরের ফুলবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি স্বামী মো. আনোয়ার হোসেনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়। আজ শুক্রবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে বুধবার ঢাকার ভাটরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মো. আনোয়ার হোসেন (৫৫) ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর ফকিরপাড়া গ্রামের জসিম উদ্দীনের ছেলে। অন্যদিকে হত্যার শিকার স্ত্রী আলতাফুন নেছা (২৫) মাদিলাহাট এলাকার আফছার উদ্দিনের মেয়ে।
ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম জানান, ২০০০ সালের ১০ জানুয়ারি ফুলবাড়ী উপজেলার উত্তর সুজাপুর গ্রামের একটি ভাড়া বাড়িতে পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় নিহত আলতাফুন নেছার বাবা মো. আফছার উদ্দিন বাদী হয়ে সেই সময় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই হত্যাকাণ্ডের মামলার রায়ে স্বামী আনোয়ার হোসেনকে যাবজ্জীবন সাজা প্রদান করেন আদালত। ঘটনার পর থেকে প্রায় দীর্ঘ ২০ বছর ধরে আনোয়ার হোসেন পলাতক ছিলেন। অবশেষে অনুসন্ধান চালিয়ে ঢাকার ভাটরা থানার পুলিশের সহায়তায় ফুলবাড়ী থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।