হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৩

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর থেকে দশমাইল মহাসড়কের নসিপুর সাতমাইলে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তিন যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সাতমাইল বাঁকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ দুর্ঘটনায় নিহতরা হলেন দিনাজপুর শহরের সুইহারী এলাকার কপিল বসাকের ছেলে বর্ন বসাক (২২), দিনাজপুর শহরের মুন্সিপাড়া এলাকার মৃত নুরুল আমিন সিদ্দিকীর ছেলে ইমন (২৩) এবং কসবা এলাকার শফিকুল ইসলামের ছেলে শাহরিয়ার শাওন (২৪)। আর আহতরা হলেন মুন্সিপাড়া এলাকার মাহাবুবের ছেলে তামজিদ (১৯) এবং বাহাদুর বাজার এলাকার ডিশ লাইন ব্যবসায়ী ও পিএমএন ক্যাবল টিভি নেটওয়ার্কের স্বত্বাধিকারী মাহামুদুন নবী পলাশের ছেলে রওনাক নবী প্রিয় (২৩)। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রাইভেট কারটি দিনাজপুর শহরের দিকে ফিরছিল। সাতমাইল বাঁক এলাকায় পৌঁছালে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। 

দিনাজপুর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) গোলাম মওলা জানান, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দশমাইল থেকে প্রাইভেট কারে করে তাঁরা বাড়ি ফিরছিলেন। সাতমাইল মোড়ে এলে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বর্ন বসাকের মৃত্যু হয়। স্থানীয়রা বাকিদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শাওন ও ইমনকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন।

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে