হোম > সারা দেশ > দিনাজপুর

ভবেশকে মানসিক চাপ দিয়ে ‘পরিকল্পিতভাবে হত্যা’, পরিবারের মামলা

বিরল (দিনাজপুর) প্রতিনিধি 

ভবেশ চন্দ্র রায়ের ছবি হাতে তাঁর স্ত্রী শান্তনা। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের বিরলে উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সহসভাপতি ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনায় চারজনের নামে হত্যা মামলা হয়েছে। এতে ভবেশকে মানসিক চাপ দিয়ে ‘পরিকল্পিত হত্যা’ করার অভিযোগ আনা হয়েছে।

আজ সোমবার বিকেলে ভবেশের ছেলে স্বপন চন্দ্র রায় বাদী হয়ে বিরল থানায় মামলাটি করেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছবুর।

আসামিরা হলেন— শহরগ্রাম ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের আতিকুর ইসলাম, শহরগ্রাম গ্রামের রতন ইসলাম, নওসিংপাড়া গ্রামের মুন্না ইসলাম ও পাঁচশালা গ্রামের মো. রুবেল ইসলাম। এ ছাড়া মামলায় তিন থেকে চারজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলায় স্বপন উল্লেখ করেন, চার আসামির সঙ্গে তাঁর বাবার সম্পর্ক খুবই ভালো ছিল। তিনি আর্থিক দৈন্যের কারণে প্রধান আসামি প্রতিবেশী আতিকের কাছ থেকে ২৫ হাজার টাকা সুদের ওপর ধার নিয়েছিলেন। সেই টাকা আদায় করতে ভবেশকে বাড়ি থেকে ডেকে নিয়ে মানসিক চাপ দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বিরল থানার ওসি ছবুর বলেন, ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ চলমান।

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক

চিরিরবন্দরে বাসচাপায় দুই নারী ভ্যানযাত্রী নিহত

ফুলবাড়ীতে যুবদল নেতার বহিষ্কার দাবি

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠক