হোম > সারা দেশ > দিনাজপুর

হিলি পৌর মেয়রের বাসায় আগুন, টয়লেট থেকে ২ জনের লাশ উদ্ধার 

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুরে হিলি পৌর মেয়র জামিল হোসেন চলন্তর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর বাড়ির দ্বিতীয় তলার টয়লেট থেকে দুজনের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন হাকিমপুর উপজেলার বড় ডাঙ্গাপাড়া এলাকার মজনুর রহমানের ছেলে সূর্য (২০) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের বাসিন্দা ফাহিম (২৩)। 

এ বিষয়ে হাকিমপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আবুল কাসেম আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার রাত সাড়ে ১০টার দিকে আগুনের খবর পেয়ে শহরের পৌর মেয়রের বাড়িতে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি। রাত সাড়ে ১১টার দিকে বাড়ির দ্বিতীয় তলার টয়লেট থেকে আগুনে পুড়ে যাওয়া দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়।’ 

সাবেক পৌর মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ‘মেয়রের বাড়িতে আগুন লাগার পর আন্দোলনকারীদের বাধার মুখে ফায়ার সার্ভিসের গাড়ি আটকে যায়। পরে আমি গিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি আসার ব্যবস্থা করে দিই। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গেলে সেখানে দুটো লাশ পাই। তাঁদের একজন শিক্ষার্থী। পরে লাশ দুটো তাঁদের পরিবারের লোকজন এসে নিয়ে যান।’

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক