হোম > সারা দেশ > দিনাজপুর

কবরস্থানের জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে একজন আহত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 

আজ সকালে ফুলবাড়ী পৌর এলাকার পূর্ব গৌরীপাড়া গ্রামে সংঘর্ষ হয়। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের ফুলবাড়ীতে কবরস্থানের জায়গা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে পৌর এলাকার পূর্ব গৌরীপাড়া গ্রামে এই সংঘর্ষ হয়। এ সময় আনোয়ারুল ইসলাম নামের একজন আহত হন।

জানা গেছে, পৌর এলাকার পূর্ব গৌরীপাড়া গ্রামের বুড়াদীঘির কবরস্থানের জায়গার মালিকানা নিয়ে ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আনোয়ারুলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে পূর্ব গৌরীপাড়া কবরস্থান কমিটির। আজ সকালে কমিটির সদস্যরা কবরস্থান এবং কবরস্থানসংলগ্ন পুকুর পাড়ে বেড়া দিতে গেলে দুই পক্ষের বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ হয়।

কমিটির উপদেষ্টা আলতাব হোসেন বলেন, কবরস্থানের এই জায়গাটি মুসলিম জনসাধারণের ব্যবহারের জন্য তৎকালীন জমিদার দিয়ে গেছে। কিন্তু মৃত আব্দুল জব্বার পরবর্তীকালে কাগজপত্র সৃষ্টি করে নিজের বলে দাবি করায় এই বিরোধ সৃষ্টি হয়েছে।

অপর দিকে আনোয়ারুল ইসলামের দাবি, এই জমি তাঁর বাবা জমিদারের কাছ থেকে হুকুম দখলের মাধ্যমে কিনে নিজ নামে খাজনা-খারিজ রেকর্ড করে নিয়েছেন। তিনি বলেন, ‘পুকুরের পূর্ব ও দক্ষিণ পাশে আমরা কবরস্থানের জন্য ছেড়ে দিয়েছি। কিন্তু কবরস্থান পরিচালনা কমিটি পুকুরের সব দিক দখল করার চেষ্টা করছে, এতে বিরোধ সৃষ্টি হয়েছে।’

আনোয়ারুল বলেন, ‘কবরস্থান কমিটি কবরস্থান ঘেরা দেওয়ার কথা বলে ওই কবরস্থানের সঙ্গে থাকা আমার নিজ নামিও পুকুর ও পুকুর পাড়ে আমার মৃত ভাই কামরুজ্জামানে এতিম মেয়ের জায়গায় ঘেরা বেড়া দেয়। এ সময় আমি বাধা দিতে গেলে আমার ওপর হামলা হয়।’

এদিকে আনোয়ারুলের ওপর হামলার কথা অস্বীকার করে কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম জুয়েল বলেন, ‘আনোয়ারুলের ওপর কেউ হামলা করেনি, সে পড়ে গিয়ে আহত হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী থানার (ওসি) এ কে এম খন্দকার মহিব্বুল বলেন, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য উভয় পক্ষকে বিরোধপূর্ণ জায়গায় সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সময় সিদ্ধান্ত নেওয়া হবে।

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির