হোম > সারা দেশ > দিনাজপুর

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ 

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় রোহান (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের দিওড় বটতলী মমতাজ ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। এ সময় আরও দুই আরোহী নিহত হয়েছে। 

নিহত রোহান উপজেলার দিওড় ইউনিয়নের বিজুল মাগুড়াপাড়া গ্রামের মো. মামুন অর রশিদের ছেলে। সে এবার বিজুল মডেল উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে। 

আহতরা হলো একই গ্রামের মো. নজরুলের ছেলে বায়োজিত বোস্তামী (১৮) ও মো. ফজলুর রহমানের ছেলে হানিফ (১৪)। 

এ বিষয়ে বিরামপুর থানার উপপরিদর্শক তাজরুল ইসলাম বলেন, গতকাল রাত ৮টার দিকে পাম্প থেকে তেল নিয়ে মোটরসাইকেলে করে তিন বন্ধু বাড়ি ফিরছিল। পথে দিওড় বটতলী মমতাজ ফিলিংস্টেশন নামক স্থানে পৌঁছালে বিরামপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি অজ্ঞাত ট্রাক তাদের মোটরসাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিটকে পড়ে তারা। ঘটনার পর পরই স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তিনজনকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রোহানকে মৃত ঘোষণা করেন। 

মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী বায়োজিত ও হানিফ প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে। খবর পেয়ে হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।  

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়।

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক