হোম > সারা দেশ > দিনাজপুর

হঠাৎ গণবদলিতে বেকায়দায় সেচিকের শ্রমিক-কর্মচারীরা

প্রতিনিধি, দিনাজপুর

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সেতাবগঞ্জ চিনিকলের ইক্ষু বিভাগ ও গ্যারেজের ১০৭ জন শ্রমিককে আবারও একযোগে গণবদলি করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর অফিস চলাকালীন উক্ত বদলির আদেশ সেতাবগঞ্জ চিনিকল কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে বলে জানা গেছে। সেচিকের ব্যবস্থাপনা পরিচালক এই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। আর এতে করে অসময়ে বেকায়দায় পড়েছেন দীর্ঘদিন থেকে চাকরিরত শ্রমিক-কর্মচারীরা। 

সেচিক সূত্রে জানা গেছে, বদলিকৃত ১০৭ জনের মধ্যে নর্থ বেঙ্গল চিনিকলে ১২ জন, ঠাকুরগাঁও চিনিকলে ২০ জন, কেরুতে ১০ জন, জচিকে ১৮ জন, ফচিকে ৫ জন, রাচিকে ৭ জন, নাচিকে ৪ জন, মোচিকে ২৫ জন এবং জিলবাংলায় ৬ জন। উল্লেখিত চিনিকলগুলিতে নির্দেশনা অনুয়ায়ী বদলিকৃতদের শিগগিরই যোগদান করতে হবে। 

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর ২০২০ তারিখে এক সরকারি আদেশে সেতাবগঞ্জ চিনিকলসহ দেশের ছয়টি চিনিকল একযোগে আখ মাড়াই বন্ধ ঘোষণা করে। সে সময় শ্রমিক-কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছিল। বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চিফ অব পারসোনাল মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত গত ৭ সেপ্টেম্বর ২০২১ তারিখের এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়। এ ছাড়া গত ৫ সেপ্টেম্বর অনুরূপ এক আদেশে ৯৬ জন কারখানা শ্রমিককে একই কায়দায় বদলি করা হয়। মাত্র এক দিনের ব্যবধানে সর্বমোট ২০৩ জন শ্রমিক-কর্মচারীর বদলির আদেশ দেওয়া হলো। 

সর্বশেষ ১০ সেপ্টেম্বর বাংলাদেশ সুগার করপোরেশনের সিওপির স্বাক্ষরিত এক চিঠিতে নতুন করে আরও সাতজন শ্রমিক-কর্মচারীকে বিভিন্ন মিলে বদলি করা হয়। হঠাৎ করে বদলির ঘোষণায় বেকায়দায় পড়েছেন শ্রমিক-কর্মচারীরা। এমনিতেই মিলের শ্রমিক-কর্মচারীদের বেতন বকেয়া রয়েছে প্রায় ছয় মাস। অপরদিকে সরকারিভাবে ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খোলার ঘোষণা দেওয়া হয়েছে। এ অবস্থায় নতুন কর্মস্থলে যোগদানের আদেশে অনেকেই কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। 

এ ব্যাপারে জানতে চাইলে সেতাবগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস আলী সরকার বলেন, `দীর্ঘদিন ধরে এখানে চাকরি করছি। হঠাৎ বদলির ঘোষণায় আমরা সবাই বিপাকে পড়েছি। বাচ্চাদের স্কুল, পরিবার-পরিজন নিয়ে নতুন কর্মস্থলে যোগদান করা, কী করব বুঝে উঠতে পারছি না।' 

বদলির বিষয়ে সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ূন কবীর বলেন, `আমাদের প্রতি মাসে ১ কোটি ২০ লাখ টাকা করে বেতন লাগে। এখন সেতাবগঞ্জ চিনিকল বন্ধ আছে। বসে বসে তো এত টাকা বেতন দেওয়া সম্ভব নয়। আবার চালু মিলগুলোতেও জনবলের ঘাটতি আছে। এটা সমন্বয় করা হচ্ছে।'

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি