হোম > সারা দেশ > দিনাজপুর

ছেড়ে যাওয়া ট্রেনে দৌড়ে ওঠার চেষ্টা, দুই পা হারালেন যুবক

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে ছেড়ে যাওয়া ট্রেনে দৌড়ে ওঠার সময় ফিরোজ কবির (৩৫) নামের এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ রোববার বেলা ১১টার দিকে আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে। 

ফিরোজ কবির বিরামপুর পৌর শহরের শাহীনপুকুর এলাকার ফুল মিয়ার ছেলে। 

জানা গেছে, রোববার রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর প্ল্যাটফর্মে থামে। সেখানে যাত্রী ওঠানামার পর ট্রেনটি বিরামপুর থেকে চিলাহাটির উদ্দেশে রওনা দেয়। এ সময় ফিরোজ কবির ট্রেনে দৌড়ে ওঠার চেষ্টা করলে তিনি প্ল্যাটফর্মের নিচে পড়ে যায়। এ সময় ট্রেনের চাকা তাঁর পায়ের ওপর দিয়ে গেলে পা দুটি বিচ্ছিন্ন হয় যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহরিয়ার পারভেজ বলেন, ওই যুবকের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বিরামপুর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আনন্দ চক্রবর্তী বলেন, ‘রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটিতে মানসিক ভারসাম্যহীন যুবক কাটা পড়ে। আমরা তাৎক্ষণিকভাবে পার্বতীপুর ও রেফারিকে জানিয়ে দিই। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার দুটি পা কাটা পড়েছে।’

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক

চিরিরবন্দরে বাসচাপায় দুই নারী ভ্যানযাত্রী নিহত