হোম > সারা দেশ > দিনাজপুর

হিলি সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় যুবক আটক

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় মিজানুর রহমান (২৯) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার সীমান্তের ২৮৫ এস নম্বর মেইন পিলারের ১৪ নম্বর সাবপিলার এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটক যুবক বিরল উপজেলার বনগাঁও গ্রামের ইসরাঈল আলীর ছেলে। এর ছয় মাস আগে একইভাবে বিরল সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় আটক হয়েছিলেন তিনি। 

 ২০ বিজিবি হিলি আইসিপি ক্যাম্প সূত্র জানায়, আটক মিজানুর রহমানের স্বীকারোক্তি মোতাবেক চলতি বছরের ২১ মার্চ (৬ মাস আগে) দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ভারতের গঙ্গারামপুর থানার খালার বাড়িতে চিকিৎসার জন্য যান মিজানুর রহমান। 

তার খালার নাম মোছা আনোয়ারা। চিকিৎসা শেষে আজ সকাল ১০টার দিকে হিলি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশ প্রবেশ করলে সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। 

এ সময় তার কাছ থেকে টাকা ছাড়া মানিব্যাগ, মোবাইল চার্জার, রিয়ালমি-সি ৬৭ মোবাইল, দুটি বাংলা সিম পাওয়া যায়। আটক ব্যক্তিকে অবৈধ অনুপ্রবেশের দায়ে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে। 

এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া আজকের পত্রিকাকে বলেন, হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে প্রবেশের সময় মিজানুর রহমান (২৯) নামের এক বাংলাদেশি যুবককে বিজিবি আটক করে। তার বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা রুজু করা হবে।

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে