হোম > সারা দেশ > দিনাজপুর

হিলি সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় যুবক আটক

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় মিজানুর রহমান (২৯) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার সীমান্তের ২৮৫ এস নম্বর মেইন পিলারের ১৪ নম্বর সাবপিলার এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটক যুবক বিরল উপজেলার বনগাঁও গ্রামের ইসরাঈল আলীর ছেলে। এর ছয় মাস আগে একইভাবে বিরল সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় আটক হয়েছিলেন তিনি। 

 ২০ বিজিবি হিলি আইসিপি ক্যাম্প সূত্র জানায়, আটক মিজানুর রহমানের স্বীকারোক্তি মোতাবেক চলতি বছরের ২১ মার্চ (৬ মাস আগে) দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ভারতের গঙ্গারামপুর থানার খালার বাড়িতে চিকিৎসার জন্য যান মিজানুর রহমান। 

তার খালার নাম মোছা আনোয়ারা। চিকিৎসা শেষে আজ সকাল ১০টার দিকে হিলি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশ প্রবেশ করলে সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। 

এ সময় তার কাছ থেকে টাকা ছাড়া মানিব্যাগ, মোবাইল চার্জার, রিয়ালমি-সি ৬৭ মোবাইল, দুটি বাংলা সিম পাওয়া যায়। আটক ব্যক্তিকে অবৈধ অনুপ্রবেশের দায়ে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে। 

এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া আজকের পত্রিকাকে বলেন, হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে প্রবেশের সময় মিজানুর রহমান (২৯) নামের এক বাংলাদেশি যুবককে বিজিবি আটক করে। তার বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা রুজু করা হবে।

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক

চিরিরবন্দরে বাসচাপায় দুই নারী ভ্যানযাত্রী নিহত

ফুলবাড়ীতে যুবদল নেতার বহিষ্কার দাবি

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠক