হোম > সারা দেশ > দিনাজপুর

খরায় মাঠ ফেটে চৌচির, বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

অনাবৃষ্টি আর প্রচণ্ড তাপে আবাদি জমি ফেটে চৌচির, নষ্ট হচ্ছে ফসল। অনেকেই রোপণ করতে পারছে না আমন ধানের চারা। প্রচণ্ড রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাই বৃষ্টির আশায় দিনাজপুরের ফুলবাড়ীতে বিশেষ নামাজ সালাতুল ইস্তেখারা আদায় করেছেন এলাকাবাসী। 

আজ রোববার সকাল সোয়া ৮টায় উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের পানিকাটা দাখিল মাদ্রাসা মাঠে এই বিশেষ নামাজ আদায় করা হয়। বিশেষ এ নামাজে ওই এলাকার প্রায় শতাধিক মুসল্লি অংশ নেন। 

সালাতুল ইস্তেখারা নামাজ পরিচালনা করেন, পানিকাটা দাখিল মাদ্রাসার সুপার মো. আরিফুল হক। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আবুল হোসেন শাহ। 

স্থানীয় কৃষক মুন্না আলী ও আব্দুল গোফ্ফার বলেন, ‘অনাবৃষ্টির কারণে জমিতে পানি না থাকায় মাটি ফেটে চৌচির হয়ে গেছে। এতে আমন চাষাবাদ নিয়ে চরম সমস্যায় পড়তে হচ্ছে। এ কারণে আমরা এই বিশেষ নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করেছি।’ 
 
পানিকাটা দাখিল মাদ্রাসার সুপার মো. আরিফুল হক বলেন, ‘ভরা বর্ষাকালেও দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় এলাকায় পানির জন্য হাহাকার পড়েছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আর এই চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তেখারা বলা হয়, অর্থাৎ পানির জন্য দোয়া করা। এই নামাজ তিন দিন পড়া হয়, সেই আলোকে আমরা গতকাল শনিবার সকালে প্রথম নামাজ আদায় করেছি। আজ দ্বিতীয় নামাজ আদায় করলাম এবং আগামীকাল সোমবার তৃতীয় নামাজ আদায় করব।’

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা