হোম > সারা দেশ > দিনাজপুর

ফুলবাড়ীতে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে মমিনুল ইসলাম (২১) নামের ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর এলাকার চকসাবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম। 

এ নিয়ে ওসি মো. আশ্রাফুল ইসলাম বলেন, ‘মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। তবে এ নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ধারণা করা হচ্ছে স্ত্রীর ওপর অভিমান করেই তিনি আত্মহত্যা করেছেন।’ 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এক মাস আগে কলহের কারণে স্ত্রী শাম্মী আক্তার তালাক দেন মমিনুল ইসলামকে এবং ছেলেকে নিয়ে বাবার বাড়ি চলে যান। এ ছাড়া কয়েক দিন আগে তার ব্যাটারিচালিত অটোরিকশাটিও চুরি হয়ে যায়। সব মিলিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। গতকাল রোববার স্ত্রীর সঙ্গে তাঁর মোবাইল ফোনে কথা হয়। এরপর সন্ধ্যায় নিজের ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে পরিবারের লোকজন তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির