দিনাজপুরের ফুলবাড়ীতে মমিনুল ইসলাম (২১) নামের ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর এলাকার চকসাবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম।
এ নিয়ে ওসি মো. আশ্রাফুল ইসলাম বলেন, ‘মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। তবে এ নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ধারণা করা হচ্ছে স্ত্রীর ওপর অভিমান করেই তিনি আত্মহত্যা করেছেন।’
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এক মাস আগে কলহের কারণে স্ত্রী শাম্মী আক্তার তালাক দেন মমিনুল ইসলামকে এবং ছেলেকে নিয়ে বাবার বাড়ি চলে যান। এ ছাড়া কয়েক দিন আগে তার ব্যাটারিচালিত অটোরিকশাটিও চুরি হয়ে যায়। সব মিলিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। গতকাল রোববার স্ত্রীর সঙ্গে তাঁর মোবাইল ফোনে কথা হয়। এরপর সন্ধ্যায় নিজের ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে পরিবারের লোকজন তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।