হোম > সারা দেশ > দিনাজপুর

৩ টাকার টিকিট ৫ টাকা, মাছ-মাংস ওজনে কম

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 

দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় হয়রানি, অবহেলাসহ নানা অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন দিনাজপুর দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেন।

অভিযান শেষে ইসমাইল হোসেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতালটিতে অভিযান চালানো হয়। অভিযানে হাসপাতালের বহির্বিভাগে ৩ টাকার স্থলে ৫ টাকা নেওয়া, প্যাথলজি ও এক্স-রে রিপোর্টে বেশি টাকা নেওয়া, হাসপাতালে খাবার ঠিকাদারকে আবাসিক রোগীদের মানস্মত খাবারের জন্য সরকার দৈনিক জনপ্রতি ১৭৫ টাকা দেওয়া হলেও সেই খাবারে নিম্নমানের মোটা চালের ভাত দেওয়া, দেশি মুরগির মাংসের দিন ব্রয়লার, মাছ ও মাংসের ওজনে কম দিচ্ছে ঠিকাদার, প্যাথলজি বিভাগ ও এক্স-রে বিভাগে টেস্টের টাকা আলাদা খসড়া কাগজে তালিকা করে, পরে রেজিস্টার খাতায় মাত্র ছয়-সাতজনের নাম লেখে আর বাকি টাকা আত্মসাৎ করা—এসব অভিযোগের প্রাথমিকভাবে সত্যতা পেয়েছি।’ তিনি বলেন, ‘তদন্তের স্বার্থে কিছু কাগজপত্র ও নথি আমরা নিয়েছি। প্রতিবেদন তৈরি করে প্রধান কার্যালয়ে পাঠাব।’

এই অভিযানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে চিকিৎসাসেবা, খাবারের মান আরও উন্নত ও সার্বিক বিষয়ে নজরদারি করার জন্য পরামর্শ দেওয়া হয়।

‎এদিকে জানা গেছে, দুদকের অভিযানের সংবাদ পেয়ে হাসপাতাল হতে সরে যান খাদ্য সরবরাহ ঠিকাদার শরিফুল ইসলাম। মোবাইল ফোনেও তাঁকে পাওয়া যায়নি।

‎উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজ সুলতানা লুনা বলেন, ‘আমি গত কয়েক দিন আগে জয়েন করেছি। আগে যেভাবে চলছিল, এখনো সেভাবে চলছে। মেডিকেল টেকনোলজিস্ট রেডিওগ্রাফি (এক্স-রের অপারেটর) থাকলেও এক্স-রে মেশিনটি আগের, অ্যানালগ। ডিজিটাল এক্স-রে মেশিনটি যক্ষ্মা প্রকল্পের। তারাই তা দেখাশোনা করে। আমাদের রোগীর ক্ষেত্রে আমরা তাদের সহযোগিতা নিই। দুদকের অভিযোগের বিষয়ে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা সিভিল সার্জনকে লিখিতভাবে জানানো হবে, তিনি পদক্ষেপ নেবেন।’

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে