হোম > সারা দেশ > দিনাজপুর

শিশুর লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থেকে তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে সৈয়দপুর কল্যাণী মাঝাপাড়া গ্রামের কলাবাগান থেকে লাশটি উদ্ধার করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত শিশুর নাম মোস্তফা আবরার রাগিব। সে ওই গ্রামের হাসান আলীর ছেলে।

রাগিবের চাচাতো ভাই মাজেদুর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে রাগিব বাড়ির বাইরে খেলতে যায়। ১ ঘণ্টা পর প্রতিবেশী আব্দুর রশিদের স্ত্রী মালেকা বেগম কলাবাগানে রাগিবকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

শিশুটির বাবা হাসান আলী বলেন, ‘আমি আমার ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলাম। মোবাইলে খবর পেয়ে বাড়ি এসেছি। কেন এমন ঘটনা ঘটল, তা বলতে পারছি না।’

পরিবারের সদস্যরা শিশুটিকে দ্রুত উদ্ধার করে কল্যাণী বাজারের এক পল্লিচিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে চিকিৎসক রাগিবকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজ সুলতানা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়। তবে তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার পরপরই নিজপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান আনিস, পুলিশের এসআই জাহাঙ্গীর বাদশা রনি এবং এসআই আশরাফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা