হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ২ 

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে বাস ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এদের একজন ট্রাকের চালক, অপরজন বাসের যাত্রী। এ ঘটনায় আহত অন্তত ৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদ হাসান বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন, বালুবাহী ট্রাকের চালক পাবনা জেলার সাঁথিয়া উপজেলার আকরাম হোসেন (৩৫) এবং বাসের যাত্রী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ী এলাকার জিয়ারুল ইসলামের মেয়ে জান্নাত আরা (১২)।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক শাহিন বলেন, ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছিল মা এন্টার প্রাইজ নামের একটি নৈশকোচ। অন্যদিকে পঞ্চগড় থেকে বালুবাহী একটি ট্রাক গোবিন্দগঞ্জে যাচ্ছিল। রাত সাড়ে ৩টার দিকে চড়ারহাট টুলটুলিপাড়া এলাকায় বাস ও ট্রাকটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক ও এক শিশু নিহত হয়।

নবাবগঞ্জ থানার ওসি তাওহীদ হাসান আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। ক্ষতিগ্রস্ত ট্রাক ও বাসটি উদ্ধার করে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ট্রাকচালক আকরাম হোসেনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক

চিরিরবন্দরে বাসচাপায় দুই নারী ভ্যানযাত্রী নিহত