হোম > সারা দেশ > দিনাজপুর

দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর সদর উপজেলার কাউগা মোড়ে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় দুজন মারা গেছেন। আজ রোববার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার রামসাগর তাজপাড়া এলাকার নজরুল ইসলাম (৪০) ও শহরের বড়বন্দর চালতাতলা এলাকার কৃষ্ণ মজুমদার ওরফে আনোয়ারুল ইসলাম (৩৫)। 

পথচারী সেলিম জানান, রোববার ভোর ৫টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে সদর উপজেলার কাউগাঁ মোড়ে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা নষ্ট ট্রাকে দিনাজপুর থেকে দ্রুতগতিতে আসা মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। 

দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. মেহফুজ তানজীর জানান, ভোর ৬টার দিকে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। সেখানে আগে থেকেই নষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে দুজনেরই মৃত্যু হয়। এ সময় তাঁদের কাছে রাখা ব্যাগে বেশ কয়েক বোতল নিষিদ্ধঘোষিত নেশাজাতীয় ফেনসিডিল ও নগদ টাকা ছিল। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার সাব ইন্সপেক্টর শামীম বলেন, ‘আমি মোবাইল টিম-১-এ ডিউটিরত অবস্থায় আনুমানিক সাড়ে ৫টার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লেগে দুজন ঘটনাস্থলেই মারা যান। মরদেহ বর্তমানে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের জন্য রাখা আছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হবে।’ 

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে