হোম > সারা দেশ > দিনাজপুর

বিরামপুরে ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ১

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

দিনাজপুরের বিরামপুরে ট্রাকচাপায় ছায়েম ইসলাম নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার ঘোড়াঘাট রেলগুমটি এলাকায় একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী ছায়েম ইসলাম প্রাণ হারায়। এ সময় অটোরিকশাচালক গুরুতর আহত হন।

জানা গেছে, বিরামপুর উপজেলার সেরা শিক্ষায়তন বিরামপুর আদর্শ স্কুলের শিক্ষার্থী ছিল ছায়েম। বিদ্যালয়ে তার রোল নম্বর ১ ছিল। এ বছর তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। দুপুরে স্কুলে কোচিং শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে নিজ বাড়ি চড়ারহাটে ফিরছিল। পথিমধ্যে ট্রাকচাপায় ছায়েম ও অটোচালক নুরে আলম গুরুতর আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাহাজুল ইসলাম আহত শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া চালক নুরে আলমকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, নিহত শিক্ষার্থীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক

চিরিরবন্দরে বাসচাপায় দুই নারী ভ্যানযাত্রী নিহত

ফুলবাড়ীতে যুবদল নেতার বহিষ্কার দাবি

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠক