হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুর সীমান্তে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

দিনাজপুর প্রতিনিধি

আটক দুই ভারতীয় নাগরিক। ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরল সীমান্ত থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার জেরে দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির হেফাজতে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর ইসলাম।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন বিওপি ক্যাম্পের মল্লিকপুর কারুলিয়াপাড়ার ৩২০/৯ এস পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছিল।

বিএসএফ কর্তৃক ধরে নিয়ে যাওয়া বাংলাদেশিরা হলেন ধর্মজৈন এলাকার বাসিন্দা এনামুল হক (৪৫) ও বনগাঁও এলাকার মো. মাসুদ রানা (২২)। অন্যদিকে বিজিবির হেফাজতে থাকা ভারতীয় নাগরিকেরা হলেন অবিনাশ (২০) ও ক্ষিতিস (৩০)।

ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নূর ইসলাম বলেন, ‘দুপুরে সীমান্ত থেকে দুজনকে বিএসএফ ধরে নিয়ে যায়। পরে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে দুজন ভারতীয়কে ধরে আনেন। বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দফা কথা হয়েছে। তাদের হস্তান্তরের বিষয়টি নিয়ে বিএসএফ আশ্বাস দিয়েছে বলে জানতে পেরেছি।’

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সবুর আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানি না। সেখানে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।’

তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে