দিনাজপুরের বিরল সীমান্ত থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার জেরে দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির হেফাজতে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর ইসলাম।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন বিওপি ক্যাম্পের মল্লিকপুর কারুলিয়াপাড়ার ৩২০/৯ এস পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছিল।
বিএসএফ কর্তৃক ধরে নিয়ে যাওয়া বাংলাদেশিরা হলেন ধর্মজৈন এলাকার বাসিন্দা এনামুল হক (৪৫) ও বনগাঁও এলাকার মো. মাসুদ রানা (২২)। অন্যদিকে বিজিবির হেফাজতে থাকা ভারতীয় নাগরিকেরা হলেন অবিনাশ (২০) ও ক্ষিতিস (৩০)।
ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নূর ইসলাম বলেন, ‘দুপুরে সীমান্ত থেকে দুজনকে বিএসএফ ধরে নিয়ে যায়। পরে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে দুজন ভারতীয়কে ধরে আনেন। বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দফা কথা হয়েছে। তাদের হস্তান্তরের বিষয়টি নিয়ে বিএসএফ আশ্বাস দিয়েছে বলে জানতে পেরেছি।’
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সবুর আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানি না। সেখানে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।’
তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।