হোম > সারা দেশ > দিনাজপুর

শিশুকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের এক শিশুকে নির্যাতনের চেষ্টার অভিযোগে কেন্দ্রীয় মন্দিরের ঝাড়ুদার পরেশ মহন্তকে (৬০) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় পৌর বাজারের স্থানীয় মন্দির এলাকায় এই গণধোলাইয়ের ঘটনা ঘটে। পুলিশ পরেশ মহন্তকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে আটক করে থানায় নিয়ে যান। 
 
আটক পরেশ মহন্ত উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর গ্রামের মৃত প্রফুল্ল মহন্তের ছেলে। 

স্থানীয়রা ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, পৌর শহরের ৭ / ৮ বছরের একটি শিশু গত বুধবার মন্দিরের ভেতর কবুতর দেখতে গেলে, ওই মন্দিরের ঝাড়ুদার পরেশ মহন্ত তাকে ডেকে নিয়ে মন্দিরের ভেতরে নির্যাতনের চেষ্টা করে। এ সময় শিশুটি পালিয়ে যায়। বাড়ি ফিরে এরপর থেকে ভয়ে আতঙ্কে চুপ করে থাকে শিশুটি। আজ বৃহস্পতিবার তাঁর পরিবারের লোকজন শিশুটির অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে তাকে জিজ্ঞাসা করলে, ঘটনাটি পরিবারকে জানায় শিশুটি। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা এসে ক্ষোভে পরেশ মহন্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। 

কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জয়রাম প্রসাদ বলেন, ‘বিষয়টি নিয়ে স্থানীয় পৌর কাউন্সিলর ওই শিশুর বাড়িতে গিয়েছিলেন। শিশুটি বলেছে মন্দিরের ঝাড়ুদার পরেশ মহন্ত তাকে অনাকাঙ্ক্ষিত স্পর্শ করেছেন। এতে করে কি প্রমাণিত হয় যে পরেশ মহন্ত তাকে ধর্ষণ করেছে?’ 

এ ঘটনায় মন্দির কমিটি কি সিদ্ধান্ত নেবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্দিরের ঝাড়ুদার পরেশ মহন্তকে মন্দির থেকে বের করে দেওয়া হবে। 

এ বিষয়ে ফুলবাড়ী থানার ওসি আশ্রাফ ইসলাম জানান, স্থানীয়রা পৌর শহরের মন্দিরের সামনে পরেশ মহন্তকে গণধোলাই দেয়। খবর পেয়ে থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে আটক করে থানায় নিয়ে আসে। কোনো অভিযোগকারী না থাকায়, পরশ মহন্তকে ১৫১ ধারায় আটক দেখিয়ে দিনাজপুর জেল হাজতে পাঠানো হবে। 

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি