হোম > সারা দেশ > দিনাজপুর

নবাবগঞ্জে ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ নিহত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ আব্দুল কাশেম (৭০) নিহত হয়েছেন। এ ঘটনায় আজ শুক্রবার সকাল ১০টায় ফুলবাড়ী পৌর শহরের রেল গেট এলাকা থেকে অভিযুক্ত ছেলে মাসুদ রানাকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের শালঘরিয়া দলদলিয়া ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল কাশেম ওই গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয়রা জানান, মাসুদ রানা মানসিক ভারসাম্যহীন। তিনি আলাদা একটি বাড়িতে থাকত। গতকাল রাতে তার বাবা খাবার দিতে যায়। এ সময় ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করে। এ সময় মাথা ফেটে রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আজ সকালে তাঁর মা মাহমুদা বেগম ওই বাড়িতে গিয়ে দেখতে পান তাঁর স্বামী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এ সময় তাঁর চিৎকারে প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। 
 
পরিবার ও প্রতিবেশীরা জানান, মাসুদ রানা মানসিক ভারসাম্যহীন। প্রায় পরিবারের অন্য সদস্যদের ওপর ক্ষিপ্ত হয়ে মারধর ও ভাঙচুর করতেন। এ কারণে তাঁকে আলাদা বাড়িতে রাখা হতো। 

আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল হক ঘটনা নিশ্চিত করে বলেন, মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ