হোম > সারা দেশ > দিনাজপুর

নদীতে গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নদীতে নেমে তলিয়ে যাওয়া বাঁধন আকন্দ (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহত বাঁধন উপজেলার দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের শাহাজাহান আকন্দর ছেলে। তিনি ফুলবাড়ী বিএম ইনস্টিটিউটের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ছিলেন। 

নিহত বাঁধন আকন্দের দাদা সাবেক পৌর কাউন্সিলর দুলাল আকন্দ বলেন, আজ দুপুর সাড়ে ১২টায় কলেজ শেষ করে বাড়িতে ফিরে বন্ধুদের সঙ্গে গোসল করতে ছোট যমুনা নদীর মাদ্রাসা ঘাটে নামে। গোসলের একপর্যায়ে বাঁধনের বন্ধু রিসাত ও নাদিম নদী থেকে উঠে আসলেও বাঁধন নদীতে তলিয়ে যায়। এ সময় তাঁর বন্ধুরা চিৎকার শুরু করলে এলাকার ২০ / ২৫ জন নদীতে ঝাঁপিয়ে পড়ে তল্লাশি চালায়। তাঁরা বাঁধনের খোঁজ না পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম তল্লাশি চালিয়ে বাঁধনকে না পেয়ে রংপুর থেকে একটি ডুবুরি দল আনে। পরে দীর্ঘ ৪ ঘণ্টা চেষ্টা করে বিকেলে বাঁধনের মরদেহ মাদ্রাসা ঘাট থেকে প্রায় ২ কিলোমিটার দূরে দক্ষিণ নদীর ভাটিতে পাওয়া যায়। 

এ বিষয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে আমরা প্রাথমিক তল্লাশি চালিয়ে বাঁধনকে উদ্ধারে ব্যর্থ হই। পরে রংপুর থেকে ডুবুরি দল এনে দীর্ঘ ৪ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে বাঁধনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি থানা-পুলিশকে হস্তান্তর করা হয়েছে। 

ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন, বাঁধনের মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। 

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে