হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে এক দিনে করোনা ও উপসর্গে ৮ জনের মৃত্যু

প্রতিনিধি, দিনাজপুর সদর

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৭১ জন। একই সময়ে জেলায় করোনা ও উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজন করোনা আক্রান্ত ছিলেন। আর পাঁচজন উপসর্গ নিয়ে মারা গেছেন। এ নিয়ে দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ২০৮ জনে দাঁড়িয়েছে।

আজ শনিবার দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. শাহ মো. এজাজ-উল হক জানান, গত ২৪ ঘণ্টায় দিনাজপুর জেলার ৫৭৭টি নমুনা পরীক্ষা করে ১৭১ জনের পজিটিভ পাওয়া যায়। জেলায় আক্রান্তের হার ২৯ দশমিক ৬৩ শতাংশ।

নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ১০৭ জন, পার্বতীপুরে ১৯ জন, ফুলবাড়িতে ১৪ জন, চিরিরবন্দর ১০ জন, বোচাগঞ্জে আটজন, বিরলে চারজন, বিরামপুরে চারজন, বীরগঞ্জে তিনজন ও কাহারোলে দুজন রয়েছেন।

ডা. শাহ মো. এজাজ-উল হক আরও জানান, দিনাজপুরে এ পর্যন্ত ১১ হাজার ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ হাজার ৮১২ জন। বর্তমানে আক্রান্ত ২ হাজার ১২৪ জন।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি আছেন ১৭১ জন রোগী। এদের মধ্যে করোনা আক্রান্ত ৬২ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১০৯ জন। দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি আছে ৩১ জন। একই সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভর্তি আছে ৩২ জন।

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে