দিনাজপুরের ফুলবাড়ীতে অটোরিকশা চুরির অভিযোগে গ্রেপ্তার পৌর ছাত্রদলের সদস্যসচিব মো. আবুল কাশেম পাপ্পুকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার সকালে জাতীয়তাবাদী ছাত্রদল দিনাজপুর জেলা শাখার বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানানো হয়।
এর আগে গত বৃহস্পতিবার ফুলবাড়ীতে অটোরিকশা চুরির মামলায় আবুল কাশেম পাপ্পুসহ চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় চোরাই অটোরিকশার বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুর রহমান বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফুলবাড়ী পৌর শাখা ছাত্রদলের সদস্যসচিব মো. আবুল কাশেম পাপ্পুকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ-সংক্রান্ত একটি চিঠি দিয়ে পৌর ছাত্রদলের আহ্বায়ককে আবগত করেছেন জেলা কমিটির নেতারা।
জানতে চাইলে পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমাম হাসান মোনাস বলেন, ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অপরাধে আবুল কাশেম পাপ্পুকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ-সংক্রান্ত একটি চিঠি পেয়েছি।’