হোম > সারা দেশ > দিনাজপুর

কুড়িয়ে পাওয়া সাড়ে ১৬ লাখ টাকার চেক ফেরত দিলেন মোটরসাইকেল মেকানিক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে ১৬ লাখ ৫৯ হাজার ৫০০ টাকার চেক রাস্তায় কুড়িয়ে পেয়ে ফেরত দিলেন মো. আসলাম খান নামে এক মোটরসাইকেল মেকানিক। আজ সোমবার সকালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার মো. রিয়াজ উদ্দিনের কাছে এই চেক হস্তান্তর করেন।

আসলাম খান পৌর এলাকার খালাশিপাড়া গ্রামের হায়দার খানের ছেলে মো. আসলাম খান। তিনি পেশায় একজন মোটরসাইকেল মেকানিক। 

জানা গেছে, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ের সিএ-কাম-উচ্চমান সহকারী মো. আসাদুজ্জামান সাতটি ইউনিয়ন চেয়ারম্যান ও সদস্যদের সন্মানির টাকা বাবদ দিনাজপুর ডিসি অফিস থেকে দেওয়া ১৬ লাখ ৫৯ হাজার ৫০০ টাকার চেক একটি নিয়ে মোটরসাইকেলযোগে আজ সোমবার সকালে উপজেলায় আসার পথে পৌর শহরের নিমতলা মোড় নামক স্থানে চেকটি শার্টের পকেট থেকে পড়ে যায়। খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি। চেকটি রাস্তায় কুড়িয়ে পেয়ে মো. আসলাম খান নিজে উপজেলা পরিষদে এসে স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজারের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার মো. রিয়াজ উদ্দিনের কাছে হস্তান্তর করেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান মো. আতাউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নিরু ছামছুন্নাহারসহ ইউপি চেয়ারম্যানগণ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি