হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে ফুটবল টুর্নামেন্টে খেলতে গিয়ে ৫ম শ্রেণির ছাত্রের মৃত্যু 

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে মো. সামিউল ইসলাম (১০) নামে এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মারা গেছে। আজ সোমবার (১০ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার শালখুরিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে।

মৃত সামিউল উপজেলার শালখুরিয়া গ্রামের মো. জয়নাল আবেদিনের ছেলে ও স্থানীয় বেড়ামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাওহীদুল ইসলাম।

শালখুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রুহুল আমিন আজকের পত্রিকাকে জানান, আজ শালখুরিয়া স্কুল মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বেড়ামালিয়া প্রাথমিক বিদ্যালয়ের খেলা চলছিল। খেলার মধ্যে গোলবারের কাছে বল শট নিতে গিয়ে সামিউল আঘাত পায়। সেখানে তার মাথায় পানি ঢালার পর নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে দুর্ভাগ্যজনকভাবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

বেড়ামালিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. জামিলা খাতুন জানান, খেলা শুরুর মাত্র ৫ মিনিটের মধ্যে হঠাৎ সামিউল পড়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। থানা থেকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নবাবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. মাছুমা বেগম বলেন, ‘টুর্নামেন্ট খেলতে গিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক

চিরিরবন্দরে বাসচাপায় দুই নারী ভ্যানযাত্রী নিহত

ফুলবাড়ীতে যুবদল নেতার বহিষ্কার দাবি

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠক