হোম > সারা দেশ > দিনাজপুর

‘প্রেমিকার অন্যত্রে বিয়ে ঠিক হওয়ায়’ কিশোরের আত্মহত্যা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

প্রেমিকার অন্যখানে বিয়ে ঠিক হওয়ায় দিনাজপুরের খানসামার এক কিশোর বিষপানে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবার। আজ বুধবার সকালে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পূর্ব হাশিমপুর তাঁতীপাড়া এলাকার একটি পাটখেত থেকে এই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

কিশোরের নাম জীবন রায় (১৭)। সে ওই এলাকার বিমল রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জীবন রায় দরিদ্র পরিবারের সন্তান। সংসারের খরচ জোগাতে গিয়ে নলবাড়ী উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণির পর পড়াশোনা বন্ধ হয়ে যায় তার। এরপর উত্তরা ইপিজেডে চাকরি নেয় সে। ইপিজেডে চাকরি করার সময়ে নীলফামারী সদর উপজেলার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। তারা দুজনই বিয়ে করতে সম্মত হলেও তাদের পরিবার রাজি হয়নি। পরে মেয়ের পরিবার থেকে অন্যখানে বিয়ে ঠিক করে। সে কারণে আজ মধ্যরাতে কীটনাশক পান করে আত্মহত্যা করে জীবন রায়।

নিহত জীবন রায়ের বাবা বিমল রায় আজকের পত্রিকাকে জানান, কয়েক মাস থেকে তার ছেলে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। কিন্তু ওই তরুণীর পরিবার রাজি না হওয়ায় বিয়ে দেওয়া সম্ভব হয়নি। ফলে কয়েক দিন থেকেই জীবন রায় মানসিকভাবে বিপর্যস্ত ছিল। সেই হতাশা থেকে জীবন রায় বিষপানে আত্মহত্যা করেছে বলে তাঁর ধারণা।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় আজকের পত্রিকাকে জানান, প্রেমঘটিত বিষয়ে ওই তরুণ আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক