হোম > সারা দেশ > দিনাজপুর

বীরগঞ্জে মাদ্রাসার খাবার খেয়ে ৫৮ ছাত্র হাসপাতালে

প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরের বীরগঞ্জে তাজুল উলুম এতিম খানা ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসায় রাতের খাবার খেয়ে ৫৮ ছাত্র অসুস্থ হয়ে পড়েছে। গতকাল বুধবার রাত ১১টা থেকে ১২টা মধ্যে তাদের হাসপাতালে আনা হয়। 

মাদ্রাসার শিক্ষাসচিব আব্দুর রাকিব বলেন, গতকাল রাত ১০টার দিকে ছাত্ররা প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। পরে রাত ১১টার দিকে ২ জন ছাত্র অসুস্থ হয়ে পড়ে। এ সময় মাদ্রাসা কর্তৃপক্ষ দ্রুত তাদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিছুক্ষণ পরে মাদ্রাসায় রাতের খাবার খাওয়া মোট ৫৮ জন ছাত্রের সকলকেই হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ৪৫ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। আজ দুপুরের পর ৪ জনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। 

শিক্ষাসচিব আরও বলেন, ঘটনার পর উপজেলা নির্বাহী অফিসার ও বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ওই মাদ্রাসার রান্না ঘরের পাশ থেকে সমীকরণ নামে একটি কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে।

বীরগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আফরোজা সুলতানা বলেন, বর্তমানে শিশুরা সুস্থ রয়েছে। এ ব্যাপারে বীরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি নম্বর ১২৬৫, তারিখ ২৬-০৮-২০২১ ইং।

বীরগঞ্জ থানার ওসি আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। 

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান