দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের বৃন্দার বাজারে রাসকালী মন্দিরে হরিবাসর চলাকালে বিদ্যুতায়িত হয়ে জীবন রায় (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জীবন রায় ভেড়ভেড়ী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার কৃষক তাপস রায়ের ছেলে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, হরিবাসর চলাকালে মন্দিরে বিদ্যুৎ সংযোগের প্রধান তারে অসাবধানতাবশত স্পর্শ করলে জীবন রায় বিদ্যুতায়িত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাকেরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা গেছে, ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তাঁর দাহ কার্য সম্পন্ন হয়েছে।
খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তিনি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান।