হোম > সারা দেশ > দিনাজপুর

ট্রেনে কাটা পড়ে ও বিদ্যুতায়িত দুজনের মৃত্যু

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

দিনাজপুরের বিরামপুরে আজ রোববার ট্রেনে কাটা পড়ে এবং বিদ্যুতায়িত হয়ে দুজন মারা গেছেন। উপজেলার কল্যাণপুর গ্রামে ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়েছেন। এ ছাড়া বিরামপুরের হাসপাতালে বিদ্যুতায়িত আহত একজনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, আজ (১১ মে) দুপুরে বিরামপুর রেলস্টেশনের দক্ষিণ আউটারের কল্যাণপুরে তালিম নামে এক ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। তাঁর বয়স আনুমানিক ৪০-এর কোঠায়। এ সময় তাঁর সঙ্গে থাকা তিন বছরের এক শিশুও আহত হয়। শিশুটিকে বিরামপুর হাসপাতালে নেওয়া হয়েছে। জানা গেছে, তালিম বিরামপুর পৌর এলাকার কাজীপাড়ায় শ্বশুরবাড়িতে ঘরজামাই থাকতেন। ঘটনার তদন্তকারী পার্বতীপুর জিআরপি থানার উপপরিদর্শক তাজুল ইসলাম মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

অপর দিকে, আজ দুপুরে বিরামপুরের পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার খটখটিয়া কৃষ্টপুর গ্রামে বিদ্যুতায়িত হন আনিছুর ইসলাম (৩২)।

গোয়াল ঘরে ফ্যান লাগাতে গিয়ে তিনি এই দুর্ঘটনার শিকার হন। তাঁকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর বেলা ২টার দিকে তাঁর মৃত্যু হয়। বিরামপুর থানার (ওসি) মমতাজুল হক হাসপাতাল পরিদর্শন করেছেন। তিনি বিদ্যুতায়িত একজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ